দিনভর আনন্দ-উচ্ছ্বাস মধ্য দিয়ে নানা আয়োজনে ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফেনী জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বিকালে ফেনী পৌর প্রাঙ্গনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়েছে। এসময় একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন দলের শীর্ষ হতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এসময় জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীবসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী জানান, প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবলীগ যেমন ভূমিকা রেখেছে, তেমনি বর্তমানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে চলেছে। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাজীব চৌধুরী নেতাকর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে সকালে দিবসটির শুরুতে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা যুবলীগের নেতাকর্মীরা।