ফেনীর বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম (৮০) আর নেই। শুক্রবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি জুলহাস তালুকদার ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়। এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম ছিলেন ফেনীর আওয়ামী রাজনীতি অঙ্গনে সর্বজনবিদিত পুরুষ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এছাড়া তিনি ফেনী প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।