ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফেনীতে নিজ গৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। ফেনীর প্রবীন এ রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে।
মরহুমের পরিবারসূত্র জানায় তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় ফেনী মিজান ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান শোক প্রকাশ করেন।
আবদুর রহমান বিকম ২০০২ সাল হতে পরবর্তি ১০ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ৭ বছর দায়িত্বপালন করেন। তিনি টানা তৃতীয় মেয়াদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন।