ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে করোনা টিকার গ্রহণের জন্য অস্থায়ী নিবন্ধন বুথ স্থাপন করেছে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ। আজ সোমবার (২৬ জুলাই) বিকেলে বুথটির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রফিক উস-ছালেহীন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ বিমল চন্দ্র পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ভিপি তোফায়েল আহমেদ তপু প্রমুখ।
ফেকুস ভিপি তপু জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখানে এসে করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে বলে জানান তিনি।