নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শককে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ শনিবার (১০ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনেরও দাবিও জানিয়েছে।
বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতা জসীম উদ্দীন, মালেক মনসুর, সালমা আক্তার কলি, জাহিদুল ইসলাম নাহিদসহ কর্মীরা অংশ নেন।