ফেনী পৌর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদকে দলীয় পদ হতে অব্যাহতি দিয়েছে পৌর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (৮ জুন) ২০২১ বিকালে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত একটি পত্রে এটি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার কারনে তাকে দলীয় সকল কর্মকান্ড ও পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২টায় আজাদ ও তার সহযোগীদের শহরের দেওয়ানগঞ্জ হতে রপ্তানিযোগ্য পণ্য চুরির সময় র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা আটক করে।