ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) দিনটি উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফেনী জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
আজ সকাল সাড়ে ১১টায় দলের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা জানায় কৃষক লীগের নেতাকর্মীরা। এরপর জেলা কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আশ্রাফুল আলম গিটারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য কৃষক লীগ নেতা রাখেন মাষ্টার জহির, বিজয় দেব নাথ, রিপন সাহা, সাধন শর্মা, তাজুল ইসলাম, জাফর আহম্মদ, মাহমুদল নবী, মোহন প্রমুখ। সভা শেষে ফেনী পৌর এলাকার
কৃষকদের বাঝে বীজ ও সার বিতরণ করেন তারা।