বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মীর্জার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকালে দাগনভূঞা-কোম্পানীগঞ্জ সীমান্তের দক্ষিণ চাঁনপুর দুধমুখা সড়কের উপর এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করলেও পুরো জেলা থেকে প্রায় দেড় শতাধিক বাসে করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। এসময় সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে এবং মির্জা কাদেরের বিরুদ্ধে শ্লোগান দেয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আলিম মজুমদার, সাধারণ সম্পাদক হারুন মজুমদার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগ সভাপতি এম মোস্তফা, দাগনভূঞা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।