ফেনীর ছাগলনাইয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদুল হাই মুন্না হত্যার ১৫ বছর আজ। ২০০৬ সালে ২০ ফেব্রুয়ারি রাত ৯টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মুন্না।
ঘটনার দিন ছাগলনাইয়া পৌর শহরের আজিজিয়া মাদ্রাসার পাশে হাসান টিম্বারস এন্ড ফার্ণিচার নামে একটি দোকানে গল্পরত ছিলো মুন্না। এসময় একটি ছাই রঙয়ের প্রাইভেট কার হাসান টিম্বারের সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে উঠার আগেই গাড়ী থেকে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীরা নেমে মুন্নার পেটে ও বুকে গুলিবিদ্ধ করে। সাথে সাথে মুন্না রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মুন্নাকে মৃত ঘোষণা করেন।
তবে ১৫ বছর পুর্ণ হলেও মুন্না হত্যার বিচারকার্য শেষ হয়নি। চরম হতাশা প্রকাশ করেছেন হত্যা মামলার বাদি মুন্নার স্ত্রী ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা। দ্রুত এ মামলার রায় প্রকাশের পাশাপাশি হত্যাকারীদের বিচারের দাবি জানান মুন্নার স্ত্রী রাশেদা আক্তার রুমা।