আর মাত্র একদিন পরেই ফেনী পৌর নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের।
প্রচারণার শেষ দিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলালের প্রচারণায় নেমেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ দুপুরে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ রোড এবং বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় আলালের পক্ষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। একই সাথে নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল জানান, ফেনীতে এসে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা ও দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
আলাল বলেন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এম নুর ইসলামের বাড়িতে হামলার ঘটনায় তিনি নেতাকর্মীদের শান্তনা ও মনোবল চাঙ্গা রাখতে উৎসাহ দিয়েছেন।