মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে ফেনী শহরের ইসলামপুর রোডে নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ক্ষমতাসীন দলের হামলা-মামলা, নির্যাতন, গুম, হত্যার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। আমি পরিবর্তনের জন্য ফেনী পৌরসভার নির্বাচনে প্রার্থী হয়েছি।
তিনি অভিযোগ করেন, ফেনীতে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবুও ৩০ জানুয়ারি নির্বাচন পর্যন্ত মাঠে থাকব।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন গঠন, এয়াকুব নবী, আবদুল খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য জয়নাল আবেদীন বাবলু, ফেনী পৌর বিএনপির সদস্য-সচিব মেজবাহ উদ্দিন, আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।