সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতন বন্ধসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা জুড়ে ‘আলোক প্রজ্বলন' করেছে ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (৭ অক্টোবর) বুধবার সন্ধ্যা ৭টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ্ উদ্দিন ফিরোজ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা জুড়ে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।
সভাপতি বলেন, ধর্ষক ও অপরাধীর কোন দল নেই। অপরাধী যেই হোক তার অবশ্যই বিচার হবে। ধর্ষণের বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের সাথে জড়িত সকল অপরাধীর বিচার দাবি করেন তিনি।
সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুর হোসেন কর্তৃক নারী নির্যাতনের বিচার করতে হবে। যারা সারাদেশে নারী নিপীড়ন ও নির্যাতনের সাথে জড়িত তাদের কঠোরভাবে দমন করতে হবে। যেখানে নারীর প্রতি নির্যাতন করা হবে সেখানেই ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ প্রতিরোধ করবে। মা-বোনদের নিরাপত্তায় ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে।
কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরাও। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ নেত্রী সাদিয়া সুলতানা রাত্রি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। তিনি বলেন, সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে নারীরা নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সচেষ্ট আছেন।
এতে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম আপন, সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক রবিউল হক রবিন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, জেলার অন্যান্য উপজেলায়ও একযোগে একই কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ছাত্রলীগের এ ধরনের ঘটনার নিন্দা ও বিচার দাবী করেছেন।