দীর্ঘ ২৫ দিন ফেনীর বাইরে ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান শেষে গত মাসের শেষ দিন দেশে ফেরেন তিনি। একদিন ঢাকায় বিশ্রাম নিয়ে আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ফেনীতে এসেছেন তিনি।
ফেনী এসেই এক মুহূর্ত দেরী করেন নি। সবার আগে ছুটে গেছেন শহরের মাষ্টারপাড়ায় পারিবারিক কবরস্থানে শায়িত বাবা মরহুম কমিশনার জয়নাল আবেদীন, মা দেল আফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর কবরের পাশে। এসময় তাদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন তিনি। দুহাত তুলে মহান আল্লাহর দরবারে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংসদ বলেন, যতদূরেই থাকি সবসময়ই তাদের কথা মনে পড়ে। মা, বাবা, ভাইয়ের মত পরম ভালোবাসার আশ্রয়গুলো হারানো যে কি বেদনার, যারা হারিয়েছে তারাই বলতে পারে।
মায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার আম্মা আমাদের একা কোথাও পাঠাতো না। আমরা হারিয়ে যাব ভেবে। তিনি আমাদের এভাবে এত যত্ম করে লালন পালন করেছেন। আমাদের মাথার উপরে যে ছায়া ছিল, তা চিরতরে হারিয়ে গেছে।
তাদের জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
এর আগে গত ৯ আগস্ট ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনের যান নিজাম উদ্দিন হাজারী এমপি। ২১ দিনের সফর শেষে ৩১ আগস্ট দেশে ফেরেন তিনি।