দেশে ফিরেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ২১ দিনের ব্যক্তিগত সফর শেষে আজ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে দেশে ফেরেন তিনি। এসময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হন ফেনীর আওয়ামী লীগ পরিবারের শীর্ষ স্থানীয় নেতারা।
এর আগে রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৪ টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর হতে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। এসময় যুক্তরাজ্য ফেনী সমিতির নেতৃবৃন্দ নিজাম উদ্দিন হাজারীকে বিদায় জানান।
দেশে ফিরলে নিজাম উদ্দিন হাজারীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা
দলীয় সূত্র জানায়, আজ সকাল ১১ টার দিকে নিজাম উদ্দিন হাজারী এমপি দেশে পৌঁছান। তার আগমনে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এসময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌরসভার কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, আমির হোসেন বাহার, ফেনী সমিতির সভাপতি ও জেলা আলীগের সদস্য আলহাজ্ব শেখ আবদুল্লাহসহ শীর্ষ পর্যায়ের নেতারা। এসময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি।
হিথ্রো বিমানবন্দরে নিজাম উদ্দিন হাজারীকে বিদায় জানাচ্ছেন ফেনী সমিতি ইউকে’র নেতৃবৃন্দ।
এর আগে গত ৯ আগস্ট লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডনে তিনি তার ছোট ভাই আব্বাস উদ্দিন হাজারী ও ইফতেখার উদ্দিন হাজারীর বাসায় অবস্থান করেন। সফরকালে নিজাম উদ্দিন হাজারী এমপি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তার সম্মানে ফেনী সমিতি ইউকে আয়োজিত মধ্যহ্ন ভোজে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া লন্ডনের বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখেন। সহসা তিনি ফেনী ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।