‘আগামী আড়াই বছর যদি দলকে সুসংগঠিত করতে পারি তাহলে আগামীর পথ সুগম হবে। জননেত্রী শেখ হাসিনার দর্শন ও নিদের্শনা মোতাবেক আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য নেতাকর্মীদের কঠোরভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের এখন দলকে দেয়ার সময় এসেছে।’
আজ শনিবার (১৫ আগস্ট) শহরেরর স্টেশন রোডে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সাবেক আমলা ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছিম বলেন, স্বাধীনতার শত্রুরা পরাজিত হলেও নিশ্চিহ্ন হয়নি। শেখ হাসিনার কর্মকান্ডের সুফল পাচ্ছি আমরা, এক নাগাড়ে ১৩ বছর চলছে বর্তমান সরকারের। এটি সমসাময়িক বিশ্বে বিরল ঘটনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, জননেত্রী কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন। একটি কুচক্রী মহল দেশকে অন্ধকারে ঠেলে নিতে চেষ্টা করছে। সাহেদের মত প্রেতাত্মারা দলে ভরে গেছে।
ফেনীর সমসাময়িক পরিস্থিতির কথা তুলে ধরে আশির দশকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, একটি মহল আবার ফেনীকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ জনপদকে অন্ধকারে ঠেলে দেয়ার যেকোনো প্রচেষ্ঠাকে কঠোর হস্তে দমন করতে হবে। ফেনী আর দুঃস্বপ্ন জগতে ফিরে যেতে চায়না।
তিনি আরও বলেন, দেশে এখন আওয়ামীলীগ ছাড়া আর দল নাই। দলের বর্তমান সময়ের কর্মীরা কঠিন সময় দেখে নাই। ছাত্রলীগ জোয়ার দেখেছে ভাটা দেখেনি। যদি ভাটা আসে তাহলে তা কল্পনা করা যাবেনা। দলের মধ্যে ছোট ছোট ফাটলগুলো ঠিক করে নিতে হবে।
নাছিম ফেনীর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ঘটনা প্রবাহের প্রতি তীক্ষ্ণ নজর রাখবেন। খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছি। মনে হচ্ছে কোন একটা ঘটনা ঘটিয়ে জেলা আওয়ামীলীগকে বিপদে ফেলতে চাচ্ছে। কেউ নিজেকে কেন্দ্রীয় নেতা দাবী করলে জেলা আওয়ামীলীগের মাধ্যমে আসতে হবে। নেতা নির্দেশনা দিবেন, বিভাজন তৈরী করবেন না। সাংগঠনিক বিধি মেনে জেলায় আসা উচিৎ।
তিনি আরও বলে, হাসিনার বাইরে বিকল্প ধারা তৈরীর রাজনীতি করিনা। আগামী বছরগুলোতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে।
জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জাহান আরা বেগম সুরমা। সভায় জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, ইফতেখারুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন দলের সাবেক দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় কোরানখানি ও বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মনছুরুল হক।