বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবকদল সভাপতি শফিউল বারী বাবু'র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে শফিউল বারী বাবুর জীবন সংগ্রামের স্মৃতিচারণ করে তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করা হয়। এতে মৃতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমশোক আর সমবেদনা ব্যক্ত করেন সভাপতি-সম্পাদক।
বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে জুয়েল ও এলিন বলেন, জীবন প্রবাহে তাঁর আদর্শ, শক্তি আর প্রেরণায় ভর করে আন্দোলন আর সংগ্রাম দ্বারা জাতীয়তাবাদী দল বিএনপিকে সোনালী সময়ে পদার্পণ করানোর মাধ্যমে বাবুর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।
উল্লেখ্য রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। করোনা উপসর্গে মৃত্যু হলেও সাইদুর রহমান জুয়েল জানান, বাবুর করোনা নমুনা পরীক্ষার ফল নেগেটিভ ছিল।