ফেনীতে মাসব্যাপী ধানকাটা কর্মসূচিতে ফেনী জেলা ছাত্রলীগের ২ হাজার ২৫জন নেতাকর্মী অংশগ্রহণ করেছে। এক মাসে ৮২ একর জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন ফেনীর ৬ উপজেলার ছাত্রলীগ নেতারা।


ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ জানান, করোনায় সাধারণ ছুটিতে শ্রমজীবী মানুষের যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় প্রধানমন্ত্রীর ডাকে ছাত্রলীগ এ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, ধানকাটা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিয়েছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়ন করেছে ফেনী জেলা ছাত্রলীগ।


জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ জানান, এপ্রিলের শেষ সাপ্তাহ হতে মে'র শেষ সাপ্তাহ পর্যন্ত ফেনীতে ধানকাটা কর্মসূচি চলে। জেলার সকল নেতাকর্মী এ কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। তিনি জানান, ধান কাটার সকল সরঞ্জাম নেতাকর্মীরা নিজ দায়িত্বে সংগ্রহ করেছে। কর্মসূচিতে বর্গাচাষীদের প্রাধান্য দেয়া হয়েছে তবে সহযোগিতা চেয়েছেন এমন কৃষকও সেবা পেয়েছেন।


ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক জানান, চলতি বছরের ২৮ এপ্রিল হতে ১৬ মে পর্যন্ত সদর উপজেলার ১২ ইউনিয়ন স্থানীয় নেতাকর্মীদের তত্ত্বাবধানে ধান কাটা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান সদর উপজেলা ৬০০ নেতা-কর্মী ৩০জন বর্গাচাষির ১৯ একর জমির ধান কেটে দিয়েছে।


সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন জানান, জেলায় প্রথম সোনাগাজীতে ধান কাটা কর্মসূচি উদ্বোধন হয়। তিনি জানান, ২০ এপ্রিল হতে ২২ মে পর্যন্ত ২৩জন কৃষকের ২৫ একর জমির ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ। এ কাজে ২৪০জন নেতাকর্মী অংশগ্রহণ করে।


দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল নাসের চৌধুরী আসিফ জানান, উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মী এ কাজে নিজেদের সম্পৃক্ত করেছে। ৬শ নেতাকর্মী নিয়মিতভাবে ধান কাটায় অংশগ্রহণ করে উপজেলায় কৃষকের ১৩ একর জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।


ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার জানান, উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভা নিয়ে ছাত্রলীগের ৬ সাংগঠনিক ইউনিট কৃষকের প্রয়োজনে এগিয়ে এসেছে। তিনি জানান, প্রায় ২শ নেতাকর্মী নিয়মিত কাজ করে ১২জন কৃষকের ৯ একর জমির ধান কেটে দিয়েছে।

 

পরশুরাম উপজেলা ছাত্রলীগ আহবায়ক জমির উদ্দিন জানান, নিয়মিত অনিয়মিতভাবে ২২৫জন ছাত্রলীগ নেতাকর্মী কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেছেন। উপজেলায় মোট ১০জন কৃষকের ৪ একর জমি ধান কেটেছেন বলে জানান ভবন।


ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম জানান, ২০ জন কৃষকের সাড়ে ১১ একর জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। এতে অংশগ্রহণ করে ১৫০জন নেতাকর্মী।