করোনা ভাইরাস হতে নিরাপদ থাকতে বিশেষ দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। আজ বুধবার (১১ মার্চ) বাদ আছর তাকিয়া মসজিদে আয়োজিত একই দোয়া মাহফিলে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রয়াত মোহাম্মদ মুসার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।


মিলাদ মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য জয়নাল আবেদীন বাবলু, সদস্য সাইফুর রহমান রতন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এড.মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম. সালাউদ্দিন মামুন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মীর ঈদ্রীস, সাবেক কমিশনার মনির আহম্মদ বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া করোনা ভাইরাস হতে দেশ ও ফেনীবাসীকে নিরাপদ রাখতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করেন নেতৃবৃন্দ। এছাড়া প্রয়াত যুবদল নেতার রুহের মাগফেরাত কামনা করেন তারা।