৭ মার্চ ঐতিহাসিক দিবসে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা যুবলীগ। আজ শনিবার (৭ মার্চ) সকালে শহরের জেল রোডে জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা জানায় যুবলীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের আগে পৌর চত্ত্বর থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেল রোডে এসে শেষ হয়। এতে সদর, পৌর যুবলীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতকর্মীরা অংশ নেন।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বাঙালি জাতির জন্য একটি অবস্মরণীয় দিন ৭ মার্চ। যথাযথ মর্যাদায় জেলা, উপজেলা এবং পৌরসভাসহ তৃণমূল পর্যায়ে দিবসটি পালন করছে যুবলীগ।