মুজিববর্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ চাকরির জন্য একটি ‘গভর্নমেন্ট জব পোর্টাল ওপেন’ করছে, যেখানে থাকবে সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির খবর। চাকরি প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন জমা দেবেন। যোগ্যতা অনুযায়ী পোর্টাল থেকে প্রার্থীদের বাছাই করে নেবে সরকারের বিভিন্ন দপ্তর। তখন আর শিক্ষিত যুবকদের চাকরির জন্য মামা খালু চাচা বা রাজনৈতিক নেতার দুয়ারে ছুটতে হবে না। সোমবার (৩ ফেব্রুয়ারি) জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন ফিরোজ মান্না।
প্রতিবেদনে আরও জানা যায়, বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল দেশের সব শিক্ষা অবৈতনিক করা। কিন্তু ওই ঘোষণা দেয়ার আগেই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। ‘জব পোর্টাল’ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে শিক্ষিত বেকার যুবকদের চাকরির জন্য নানা দপ্তরে আবেদন করতে চরম ভোগান্তিও পোহাতে হয়। শিক্ষিত যুবকদের যাতে দুয়ারে দুয়ারে ঘুরতে না হয় তার জন্য তৈরি করা হচ্ছে গভর্নমেন্ট জব পোর্টাল। তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে, কীভাবে শিক্ষিত বেকার যুবকদের চাকরির জন্য একটি স্বতন্ত্র পোর্টাল তৈরি করা যায়। তথ্যপ্রযুক্তি বিভাগ এমন একটি পোর্টাল তৈরি করতে সক্ষম হয়েছে। যা মুজিববর্ষকে কেন্দ্র করে সবার জন্য খুলে দেয়া হবে। দেশে কতসংখ্যক চাকরি প্রার্থী রয়েছেন তার একটি তালিকা থাকবে ওই পোর্টালে। চাকরি প্রার্থীদের তালিকা এই পোর্টালে থাকলে সহজেই সরকারের নজরে আসবে। এখান থেকেই শিক্ষিত যুবকদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার অগ্রসর হচ্ছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন পরিকল্পনায় রূপকল্প ’২১ বাস্তবায়নে চারটি স্তম্ভ বা পিলার নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে মানবসম্পদ উন্নয়ন, ইন্টানেটের সংযোগ দেয়া, ই-গবর্নেন্স ও তথ্যপ্রযুক্তি শিল্প খাত গড়ে তোলা। এই চারটি মূল স্তম্ভের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশকে দাঁড় করানো হচ্ছে।