গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত পরশু একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়া, একই সময়ে ১১ হাজার ১৬২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। গতকাল দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১৯জন জনই পুরুষ। বাকি ৮২ জন নারী। এদের মধ্যে বেশিরভাগ অর্থাৎ ১৮৮ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাদের মধ্যে ১২ জন বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।