করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আরও দুই দিন পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাতদিনের নিষেধাজ্ঞার সময় আজ রোববার (১১ এপ্রিল) শেষ হওয়ায় বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে সাতদিনের সঙ্গে আরও দুই দিন অর্থাৎ সোমবার (১২ এপ্রিল) এবং মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল করিমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা গত ৪ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ানো হলো। যা আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে।
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় গত সোমবার (৫ এপ্রিল) থেকে শিল্প কারখানা খোলা রেখে সাত দিনের বিধিনিষেধ দিয়েছিল সরকার। কিন্তু পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পরবর্তীতে লকডাউন দেওয়ার কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেন লকডাউনের চিন্তা করা হচ্ছে, আর সেটা ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে।