দেশে করোনাভাইরাস সংক্রমিত মানুষের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন, তাদের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে আজ।
আজ রবিবার (৩০ আগস্ট) পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জন। এদের মধ্যে ২ লাখ ১ হাজার ৯০৭ জনই সুস্থ্য হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.৯৫ শতাংশ।
এদিন শনাক্ত হওয়াদের তুলনায় সুস্থ্য হওয়া মানুষের সংখ্যা বেশি ছিল। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩০৪৪ জন।
গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন আরও শনাক্ত হয়েছে ১,৮৯৭ জন।
আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
এনিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,২৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২১ শতাংশ।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে যতজন মারা গেছেন, তাদের প্রায় ৫০ ভাগের বয়স ষাটের বেশি।