গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৪৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হল এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৯১ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৮১ জনে।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.৭২ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টি।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬ %।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ৭ জন। এদের মধ্যে বাড়ীতে মারা গেছেন ৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৮ জন।