দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৯২৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। গতকাল স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
ফলে এ নিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৬৬৮ জনের মৃত্যু হল।
আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,০৭,৪৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে আজ সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট ১,১৩,৫৫৬ জন সুস্থ হয়েছেন, যার মধ্যে ১,৯১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
বেশ কিছুদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রোগী কম শনাক্ত হলেও, শনাক্তের হারে খুব বেশি পরিবর্তন হয়নি।
গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা হয়েছে তার ২১.৯১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৪১,৬৬১টি, যার মধ্যে ১৯.৯২ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।