এক, দুই, তিন করে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার অতিক্রিম করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪০০৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছেছে। নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৪৮৯ জনে।
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৪৩জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আজ বুধবার ( ১৭ জুন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯২১ জন। মোট সুস্থ হয়েছেন- ৩৮১৮৯ জন।
নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৫২৭টি।