দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯১১ জন, ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে।


অন্যদিকে এ সময়ে মারা গেছেন ৩৭ জন, এ যাবৎকালের দিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।


নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে ২৮ ও বাসায় ৯ জন মারা গেছে।


৫২ টি ল্যাবে পরীক্ষায় ১২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষার তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
মঙ্গলবার (২ জুন) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭০৯ জন।


তিনি জানিয়েছেন নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫২৩ জন।

এ পর্যন্ত সুস্থ ১১ হাজার ১২০ জন।


নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৮১ ভাগ।


নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘন্টায় ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি।


দেশে শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।


নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪, বরিশালে ৩, ময়মনসিংহে ১, রাজশাহীতে ২ এবং রংপুরে ২ জন মারা গেছে।
২৪ ঘণ্টায় আইসোলেশনে ৩৮৮ জন ও ছাড় পেয়েছেন ১৬৯ জন।


এখন পর্যন্ত মোট আইসোলেশনে ৬ হাজার ২৪০ জন।


এ পর্যন্ত ছাড় ৩ হাজার ৪০৭ জন।