দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার আটান্নতম দিনে এসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দশ হাজার ছাড়ালো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৮জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,১৪৩ জন।
গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন গেছেন ৫ জন।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮২ জন।
চব্বিশ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৪৭ জন।
মোট সুস্থ হওয়ার সংখ্যা ১২০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৬০ জনের, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭, ৬৯৪ জনের।
এখন মোট ৩৩টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ১৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।