বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৪১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট ৫৪১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৪৫ জন।
৩৬৮০টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়েছে।
দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।
রবিবার এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা।
শুক্রবার (২৪শে এপ্রিল) প্রথমবারের মত বাংলাদেশে একদিনে ৫০০ জনের বেশি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা রোজার মাসে মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।
নাসিমা সুলতানা সতর্ক করে বলেন, রমজানে স্বাস্থ্য বিধি না মানলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
বাংলাদেশে আটই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম দিকে সীমিত আকারে পরীক্ষা করলেও পরবর্তীতে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলে রোগীর সংখ্যাও বাড়তে থাকে।
বিবিসি বাংলা