দেশে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ ছাড়া নতুন করে ২৬৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। গত ২৪ ঘন্টায় আরও ২৬৬জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) অনলাইনে পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে বাংলাদেশে মোট ৭৫ জন মারা গেল। ব্রিফিং বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২,১৯০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে সুস্থ্য হয়ে ফিরে গেছেন মোট ৫৮ জন।
বাংলাদেশে প্রথম ৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
সেই থেকে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে প্রায় ৫০০ রোগীকে।
যা মোট আক্রান্তের প্রায় ৩৩%।
তবে করোনাভাইরাসের টেস্টিং বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লকডাউন কার্যকরের ওপর জোর দিয়েছেন তিনি।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৫১তম দিন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়।
এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।