বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে সর্বেোচ্চ ১০ জনের মৃত্যু, রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ৩৪১জন আক্রান্ত সনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনলাইনে পরিস্থিতি নিয়ে ব্রিফ করে স্বাস্থ্য অধিদপ্তর। যে ১০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ সাতজন। আর নারী তিনজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরের।
এনিয়ে বাংলাদেশে মোট ৬০ জন মারা গেল। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। এর মধ্যে ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৫০তম দিন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়।
এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।
গতকাল (বুধবার) পর্যন্ত বাংলাদেশের ৪৪টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় আইইডিসিআর। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।