বাংলা নর্ববর্ষের প্রথম দিনেই দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৯ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০১২জন, মোট মৃত্যু ৪৬ জন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে, আর এ সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) আইইডিসিআর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন। ফলে মঙ্গলবার পর্যন্ত মোট শনাক্ত রোগী শনাক্ত হয়েছেন ১,০১২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন রোগী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯০৫টি।
আর এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন।