করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে ঢাকা-রাজশাহী, রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক সমিতি। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে রাজশাহী পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।
সমিতির সাধারণ সম্পাদক মতিউল হকের বরাত দিয়ে এ খবর জানায় তারা।
অন্যদিকে ঢাকার সঙ্গে এখনো উত্তরাঞ্চলের অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।