কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক (একাত্তর টিভি) সহ-সভাপতি খোকন চৌধুরী( এটিএন নিউজ) ,সহ-সভাপতি বাহার রায়হান (সময় টিভি), সাধারন সম্পাদক হুমায়ূন কবীর জীবন ( নিউজ ২৪) ও সাংগঠনিক সম্পাদক-জাহিদুর রহমান (চ্যানেল ২৪),অর্থ সম্পাদক তানভীর দিপু (ইনডিপেডেন্ট টিভি), নির্বাহী সদস্য হিসেবে নাসির উদ্দিন চৌধুরীকে (ডিবিসি) নির্বাচিত করা হয়।
উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম রতন (বিটিভি), গোলাম কিবরিয়া(আরটিভি), সাইয়িদ মাহমুদ পারভেজ (বাংলাভিশন), এম ফিরোজ মিয়া (দেশ টিভি), ও এম এ বাশার খানকে (মোহনা টিভি) নির্বাচিত করা হয়।