ক্রিকেট সর্বজনবিদিত একটি খেলা, সেটিকে প্রমাণ করলেন ফেনী সরকারি কলেজের শিক্ষকরা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সরকারি পাইলট হাই স্কুল মাঠে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ উপলক্ষ্যে ব্যাট-বল নিয়ে মাঠে নেমেছেন তারা।
খেলায় কলেজের সব শিক্ষকরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুটি দলে বিভক্ত হয়ে ১০ ওভারের ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে। ম্যাচে অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের দল উপাধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেনের দলকে ১৪ রানে হারিয়ে বিজয়ী হয়েছে।
টসে জিতে ব্যাট করতে নামে অধ্যক্ষ দল। নির্ধারিত ১০ ওভারে ১৩৮ রান করতে সমর্থ হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১২৫ রানে থেমে যায় উপাধ্যক্ষ দলের ইনিংস। ১৪ রানের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে অধ্যক্ষের দল।
ম্যাচে সেরা নির্বাচিত হয় হিসাববিজ্ঞান বিভাগ এর প্রভাষক মোঃ ওয়াসিম পাটোয়ারী। শিক্ষকদের এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজির ছিল শিক্ষার্থীরা। তুমুল উল্লাস আর হাততালিতে শিক্ষকদের উৎসাহ প্রদান করে তারা। খেলাকে ঘিরে কলেজে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।