ফেনীর দাগনভূঞায় যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও বহিষ্কৃত এক ছাত্রদল নেতাসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন-ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, জেলা ছাত্রদলের বহিস্কৃত নেতা জামশেদুর রহমান ফটিক ও দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবুল হাসেম বাহাদুর। একই মামলায় দাগনভূঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করে আদালত।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল আলম বলেন, চার আসামিকে উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের জামিন শেষ হয়েছে। আজ আদালতে হাজির হলে তাদের মধ্যে তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আদালত অন্য এক আসামির জামিন দিয়েছেন।
এর আগে গত ৫ আগস্ট দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র্যালিতে জিরোপয়েন্ট এলাকায় নিজ দলীয় প্রতিপক্ষের লোকজন মিছিলে অতর্কিত হামলা করে। এ সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় দুইপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গত ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল গুরুতর আহত যুবদল নেতা প্রকৌশলী এনায়েত উল্যাহ সোহেলের অস্ত্রোপচার করেন। ২৮ আগস্ট প্রকৌশলী এনায়েত উল্যাহ সোহেল বাদী হয়ে প্রতিপক্ষের চার নেতাকে আসামি করে আদালতে এ মামলা করেন।
