হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বিষয়ে ফেনী ইসালিমক ফাউন্ডেশনের উদ্যোগে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।


টিকাদান বিষয়ে জনগণকে সচেতন করতে ইমামদের ভূমিকা বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একজন ধর্মীয় নেতা, একজন নাগরিক অথবা একজন মানুষ হিসেবে আপনারা সমাজের প্রতিটি মানুষকে টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিত করবেন। শুধু জুমার খুতবায় বলে চুপ থাকবেন না, সকল নামাজে মুসল্লীদের সচেতন করবেন।


ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মন্জুরুল আলম মজুমদার জানান, সারাদেশে ধর্ম মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ফেনীতে ৪২জন ইমামকে টিকাদান সম্পর্কে অবহিত করতে এ সভার আয়োজন করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন জেলার জনসংখ্যা ও উপজেলার সংখ্যা ভিত্তিতে ইমামদের সংখ্যার ভিন্নতা রয়েছে।


আগামী ১৮ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত দুই ধাপে জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে। সভায় টিকাদান কর্মসূচি সম্পর্কে উপস্থিত ইমামদের অবহিত করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাহসিন নুর অমি।


স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচিতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদান করা হবে। পূর্বে যারা হামের টিকা বা এমআর টিকা নিয়েছে অথবা হাম রুবেলা রোগে আক্রান্ত শিশুদের এমআর টিকা দেয়া হবে।


ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মন্জুরুল আলম মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক নুরুল আবছারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইপিআই সুপার সিরাজুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি ফেনীর সভাপতি মোঃ বরকত উল্যাহ, ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্যাহ।


সভা শেষে দোয়া পরিচালনা করেন পরশুরাম ইমাম সমিতির সভাপতি এম মনছুর মোল্লা। এতে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন ইমাম, ইফার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জেলা ইমাম সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।