মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মহিলা সাংসদ জাহান আরা বেগম সুরমা। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার দিয়েছেন। নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নারী কোন অংশে পুরুষের চেয়ে পিছিয়ে নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন পরিকল্পনায় নারীর সক্রিয় ভূমিকা নেয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরে নারীদের সমান গুরুত্ব রয়েছে। আমাদের অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন।

বালিগাঁও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোস্না আরা জুসি, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু প্রমুখ।

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সভায় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ১২শ কর্মী অংশ নেন।