সাহিত্যের সব শাখাকেই বড় বলা যায়। কবিতা, গল্প, উপন্যাস, গদ্য ইত্যাদি। তবে জটিল ও কঠিন একটি কাজ কবিতা লেখা। কবিতা লেখার মতো একটা ভয়ানক কষ্টকে কবিরা জয় করেন তাদের কবিতা সৃষ্টির মাধ্যমে। যদি কেউ নিজের কণ্ঠস্বরটি আলাদা করে অন্যদের শোনাতে চান, কবি ও কবিতার ক্ষেত্রে এটি একদম উত্তম। স্বপ্ন বিহঙ্গে উড়ে মন কবিতাগুলোর মাধ্যমে কবি এস আই জনি তালুকদার নিজের একটা নিজস্বতা জানান দিতে পেরেছেন। কিন্তু অন্য সবকিছুর চাইতে নিজেকে সম্পূর্ণ আলাদা করেই কবিতার মতো পরিশ্রমী একটি কাজ তিনি তার প্রবাস জীবনে বসে আমাদের উপহার দিতে পেরেছেন বলে-আমরা তাকে সহজেই সম্মান জানাতে পারি। এবং কবিকে ধন্যবাদ দিয়ে বলতে পারি এখানে, কবি এস আই জনি তালুকদারের কবিতায় সমাজ, প্রকৃতি, মানুষ ও প্রেম বিষয়টা দারুণভাবে উঠে এসেছে। স্বপ্ন বিহঙ্গে উড়ে মন বইটির প্রচ্ছদ খুবই সুন্দর। বইটির সাফল্য কামনা করি।


২০২০ একুশে বইমেলায় বইটি প্রকাশ হয়েছে ‘ভাটিয়াল প্রকাশন’ থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী অতিথি নারায়ণ। দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। বইটি একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্বরের ভাটিয়াল স্টল নাম্বার ২৭ এবং ফেনী একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।