শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী টেলিফোন ভবন সংলগ্ন স্থানে গ্যাসের ট্রান্সমিশন ভালভ বক্সের ঢাকনা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না।


তিনি জানান, ভালভ বক্সের ক্ষতিগ্রস্ত ঢাকনা ও সড়কের পাশে ড্রেনের উপর ভেঙে যাওয়া স্ল্যাব এবং জনসাধারণের নিরাপত্তা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও একাধিক গণমাধ্যমের খবর আমার দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ফেনীর ব্যবস্থাপক সাহাব উদ্দিনসহ আজ সন্ধ্যায় উল্লিখিত স্থান পরিদর্শন করি।


মাহতাব মুন্না জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ভালভের ঢাকনাটি আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার করবেন বলে জানিয়েছেন। এছাড়া সড়কের পাশে ড্রেনের উপর ক্ষতিগ্রস্ত স্ল্যাবগুলো পুনস্থাপনের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।


তিনি বলেন, সড়কে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ফেনী পৌরসভা সবসময় সজাগ থাকার চেষ্টা করে।