ডাক্তারের মানবিকতায় চিকিৎসা চললেও ঔষধ চলছে বাকীতে। ঔষধ দোকানি পাচ্ছে পাওনা টাকা ফেরতের মিথ্যা আশ্বাস। নিজের যতটুকু সহায় সম্বল ছিল তা দুর্ঘটনার দিনই ফুরিয়ে গেছে। দুইদিন চিকিৎসার কিয়দংশ ব্যায় নির্বাহ হয়েছে আত্মীয়দের সাহায্যে। গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের দাউদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে গুরুতর আহত হেলাল উদ্দিনের চোখে এখন শূন্যতা।


আহত হেলাল উদ্দিনের আত্মীয় আবু সুফিয়ান মোবাইল ফোনে উপরের চিত্রটি তুলে ধরেছেন প্রতিবেদকের কাছে। তিনি জানান, যথাযথ চিকিৎসার অভাবে ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসাপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন হেলাল উদ্দিন। দুর্ঘটনায় তার চার হাত-পা ভেঙ্গে গেছে। তিনি জানান, ডান পায়ের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন অনেক টাকা। তার চিকিৎসায় জন্য ফেনীর বিত্তবানদের কাছে প্রতিবেদকের মাধ্যমে সাহায্য চেয়েছেন তিনি।


আবু সুফিয়ান আরও বলেন, হেলাল আগে থেকেই অসুস্থ ছিলেন। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় দুর্ঘটনার পরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়।


দুই কন্যার জনক আহত হেলালের বাড়ি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের তুলাতুলী বাজারে।