শিক্ষার্থীদের বিনিয়োগ বিষয়ে বিষদ ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বাইউস্ট) পুঁজিবাজারে বিনিয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর সহযোগিতায় বাইউস্ট অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এমসালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব:)। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব:), ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফাতেমা জোহরা এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।


সেমিনারে হালনাগাদ তাত্ত্বিক এবং ব্যবহারিক তথ্য উপস্থাপনের মাধ্যমে বিআইসিএম রিসোর্স পারসনরা শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত কৌশল, ঝুঁকি ও সম্ভাবনার দিকসমূহ উপস্থাপন করেন।