মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগে রেকর্ড গড়ে সেমিফাইনালে পৌঁছেছে ব্রাদার্স ক্রিকেট ক্লাব। আজ সোমবার (২০ জানুয়ারি) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে রৌশনাবাদের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানসহ ২ ব্যাটসম্যানের সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রাদার্স। ম্যাচে রৌশনাবাদকে ১৩৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে ব্রাদার্সের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যান বাবু ও রাতুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলোধুনো হয় রৌশনাবাদের বোলাররা। ৪০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান করে চলতি লীগের সর্বোচ্চ দলীয় ইনিংস গড়ে তুলতে সক্ষম হয় তারা। দলের দুই ব্যাটস্যামন সেঞ্চুরি করে। দলের পক্ষে বাবু ৭১ বলে সর্বোচ্চ ১২৭ ও রাতুল ৯৮ বলে ১০৯ রান করে।

রৌশনাবাদের বোলার শিপন ২ উইকেট লাভ করে। জয়ের জন্য ৪০ ওভারে ৩২২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চাপে পড়ে যায় রৌশনাবাদের ব্যাটসম্যানরা। ৩০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮২ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে ব্যাটসম্যান ৫২ বলে ৫২ রান সংগ্রহ করে।

ম্যাচ শেষে ব্যাটিং নৈপুণ্যের জন্য ব্রাদার্সের ব্যাটসম্যান বাবুকে ম্যাচ সেরা ঘোষণা দেয়া হয়।