ফেনীতে ৮টি জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের (২০১৯-২০) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশ লাইন্স মাঠে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।

উদ্বোধনকালে জেলা প্রশাসক অংশগ্রহণকারী দলকে শুভেচ্ছা জানান। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আক্রামুজ্জমান, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের পরিচালনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন আল রশিদ, বাফুফে প্রতিনিধি মোঃ এনামুল হক, বাফুফে ফুটবল কোচ দীপক চন্দ্র নাথসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।


জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব জানান, চ্যাম্পিয়নশীপে দুইটি গ্রুপে ৮টি দল অংশগ্রহণ করছে। ক গ্রুপে রয়েছে ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীপুরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাঙামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টিসি) ও বান্দরবানের দানবক্স উচ্চ বিদ্যালয়। খ গ্রুপে রয়েছে নোয়াখালীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের আক্কাস আলী রেওলয়ে একাডেমী, কক্সবাজারের বালুরঘাটা আইডিয়াল স্কুল ও খাগড়াছড়ির কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্যায়ের খেলা শেষে আগামী ২৭ জানুয়ারি ক গ্রুপ চ্যাম্পিয়ন ও খ গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী দিনে দুপুর সাড়ে ১২টায় চ্যাম্পিয়নশীপের প্রথম খেলায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল বান্দরবানের দানবস্ক উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে। দুপর সোয়া দুইটায় দ্বিতীয় খেলায় লক্ষীপুরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রাঙ্গামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) দল ১-১ গোলে ড্র করে।