সোমবার (২৮ অক্টোবর) ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি আসামীদের আইনজীবী ও স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। 

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু জানান, রায়ের কপি গ্রহণ করার পর থেকে উচ্চ আদালতে আপিলের জন্য ৬০ দিন সময় পাবেন আসামীরা।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার) ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার ১৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

অন্যদিকে, নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি মামলার পরবর্তী তারিখ ১৩ নভেম্বর (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) এ মামলার বাদী নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে এদিন আদালতের বিচারক ছুটিতে থাকায় মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৩ নভেম্বর।