৪ ডিসেম্বর ২০১৯ ।। ক্রীড়া ডেস্ক ।।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসএ গেমসের কারাতে ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন মারজানা আক্তার প্রিয়া। আর তারপর দিনই তাকে নিতে হলো হাসপাতালে। জানা গেছে গতকাল ইভেন্টে অংশগ্রহণের সময়ই মাথায় আঘাত পান স্বর্ণজয়ী এই অ্যাথলেট। মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে এসএ গেমসের কারাতের নারী এককে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দেন ফেনীর মেয়ে মারজানা। আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি কুমিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে এনেছেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজানা আক্তার পিয়া।

মারজানা গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত পিয়ার বাবা মো: নুরুজ্জামান বাংলাদেশ পুলিশের এএসআই পদে কর্মরত।