গত বছর করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে মানুষ অতি উচ্চ মূল্যে অক্সিজেন সিলিন্ডার কিনলেও রিফিল হয়েছে কম। কিন্তু চলতি বছর রিফিল বোতলের চাহিদা গত বছরের চেয়ে তিনগুণ বেড়েছে। এভাবে চাহিদা বাড়তে থাকলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। আজ বুধবার (৭ জুলাই) এসব কথা জানালেন ফেনীতে অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ী রানা ট্রেডার্সের মালিক রানা।

রানা জানান, অক্সিজেন রিফিল করতে সিলিন্ডার ঢাকায় পাঠানো হলেও সময় মত পাওয়া যাচ্ছে না। সারাদেশ হতে সেখানে অক্সিজেন রিফিল করতে সিলিন্ডার যাচ্ছে। ফলে রিফিল করতেও সময় লাগছে। এতে ২শ খালি সিলিন্ডার পাঠালেও বিভিন্ন হাসপাতালের চাহিদা মেটাতে বারবার পরিবহন ব্যয় মেটাতে হচ্ছে। যে কারণে লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

ফেনী শহরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান অক্সিজেন এর পরিবেশক হিসেবে কাজ করছে। অপর দুটি পরিবেশক হচ্ছে তুহিন এন্টারপ্রাইজ ও পপুলার ইঞ্জিনিয়ারিং। তাদের তথ্যমতে, ফেনীতে চলমান করোনা পরিস্থিতিতে প্রতিদিন আড়াইশো বেডসাইড অক্সিজেন সিলিন্ডার চাহিদা রয়েছে।

এর বাইরে ফেনী জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন চাহিদা তাদের নিজস্ব পন্থায় সরবরাহ হয়ে থাকে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া ইতোপূর্বে জানান, হাসপাতালে ৪শ বেডসাইড ও ১শ মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

হাসপাতালে নির্মিত অক্সিজেন ট্যাংক চালু হলে সেখানে অক্সিজেনের সংকট থাকবে না বলে জানান আরএমও।

উল্লেখ্য, জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনীতে আজ পর্যন্ত ৫ হাজার ৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০ জন মৃত্যুবরণ করেছেন।