২ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক।।


ফেনী জেলা নিববন্ধকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ৫১টি। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি বিশেষ অনুদান সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা সুমনী আক্তার।

সভা পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয় ফেনীর উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম, বিআরডিবির উপ-পরিচালক দুলাল ধর, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস সুলতানা, দাগনভূঞা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ফুলগাজী ও পরশুরাম মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার বলেন, সমিতির কার্যক্রমগুলো পরিদর্শন করে দেখে তাদের অনুদান দেয়া হবে। অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করার বিষয়টি তদারকি করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া জানান, নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সংখ্যা সদর উপজেলায় ৩০টি, সোনাগাজীতে ৬টি, দাগনভূঞায় ৪টি, ফুলগাজীতে ৪টি, ছাগলনাইয়ায় ৩টি ও পরশুরামে ৪টি।

আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।