৩০ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।


বিশ্ব এইডস দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ’।

রবিবার (১ ডিসেম্বর) সকালে শহরের ট্রাংক রোডস্থ পুরাতন সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালী শেষে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম। 


ফেনী সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের আরএমও আবু তাহের পাটোয়ারী, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ।

এইডস বিষয়ক বক্তব্য রাখেন আরবান হেলথ এর পরিচালক লিয়াকত আলী আরমান, সূর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তসলিম হোসেন, সহায় এর সমন্বয়ক মনজিলা মিমি, সাজেদা ফাউন্ডেশনের মাসুদ পারভেজ, সিভিল সার্জন অফিসের দিদারুল আলম ভূঞা।

সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলায় কর্মরত চিকিৎসক, নার্স, এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।