ফেনীতে চলতি মাসের গত দুই সাপ্তাহে দুই শিশুর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের একজনের বয়স তিন বছর অন্যজনের বয়স আড়াই বছর। প্রথমজন ইতোমধ্যে সুস্থ হওয়ায় বাসায় নেয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।

তিনি জানান, নতুন করে কোভিড-১৯ আক্রান্তের হার বাড়ছে। ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন রোগীর মধ্যে ৭জনের কোভিড পজিটিভ। একজন ব্যতীত বাকীরা চল্লিশোর্ধ্ব। তবে তিনি জানান, স্বাস্থ্য বিভাগের একটি জরিপে বলা হয়েছে, তরুণরা বেশি সংক্রমিত হবার ঘটনা ঘটছে।

জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, গতকাল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ মলিকুলার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় আরও ৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলা মোট করোনা আক্রান্ত সংখ্যার বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৫জন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এসএসআর মাসুদ রানা জানান, সারাদেশের ন্যায় ফেনীতেও করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। আমাদেরকে পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। সংক্রমণ এড়াতে সকল প্রকার গণ সমাবেশ অংশগ্রহণ হতে বিরত থাকতে হবে।